প্রথম দিনে নিজের ভুলে এবং দ্বিতীয় দিন বৃষ্টি বাগড়ায় সেঞ্চুরির দেখা মেলেনি তামিমের। এই আক্ষেপ হয়তো তামিমের আছে, সঙ্গে আছে দলের প্রাপ্তিও। দ্বিতীয় ইনিংসের শুরুতে জোড়া ধাক্কার পর দুর্দান্ত ব্যাটিংয়ে সেই শঙ্কা দূর করেন তামিম। খানিকটা উত্তেজনার পর ড্রয়ের দিকে গড়ালো পাল্লেকেলে টেস্ট।
দেশের বাইরে টানা ৯ টেস্ট হারার পর একটি ম্যাচ বাঁচাতে পারল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ ম্যাচে প্রথম পয়েন্টের দেখাও মিলল।
নিষ্প্রাণ উইকেটে বোলারদের ভোগান্তি আর রান জোয়ারের ম্যাচের শেষ দিনটি রাঙালেন তামিম। প্রথম ইনিংসে ৯০ রানে বাজে শটে আউট হওয়া ওপেনার এবার অপরাজিত ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ বলে ৭৪ রান করে।
ম্যাচের শেষ দিনে রোববার চা বিরতির পর বৃষ্টির কারণে আর খেলাই হতে পারেনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ২ উইকেটে ১০০।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৪১/৭ (ডি.)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৭৯ ওভারে ৬৪৮/৮ (ডি.) (আগের দিন ৫১২/৩) (করুনারত্নে ২৪৪, ধনাঞ্জয়া ১৬৬, নিসানকা ১২, ডিকভেলা ৩১, হাসারাঙ্গা ৪৩, লাকমল ২২*, বিশ্ব ০*; আবু জায়েদ ১৯-২-৭৬-০, তাসকিন ৩০-৬-১১২-৩, ইবাদত ২১-১-৯৯-১, মিরাজ ৫৮-৬-১৬১-১, তাইজুল ৪৫-৯-১৬৪-২, মুমিনুল ৪-০-১৮-০, সাইফ ২-০-৫-০)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৩ ওভারে ১০০/২ ( তামিম ৭৪*, সাইফ ১, শান্ত ০, মুমিনুল ২৩*, লাকমল ৮-২-২১-২, বিশ্ব ৫-২-১৮-০, ধনাঞ্জয়া ১১-১-৪৬-০, হাসারাঙ্গা ৯-০-১৫-০)।
ফল: ম্যাচ ড্র।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ০-০ সমতা।
ম্যান অব দা ম্যাচ: দিমুথ করুনারত্নে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.