করোনার কারণে একটি বছরের বিরতির পর, উৎসবে প্রাণ ফিরেছে। আর সেই উৎসবের ছোঁয়া লেগেছে নিউইয়র্কের ওম শক্তি মন্দিরেও। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়েই।
করোনা মহামারীর কারণে মাঝে একটি বছর শারদীয় দুর্গোৎসব করা যায়নি। এবার সেই করোনা থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে উৎসাহ ও উদ্দীপনায় নিউইয়র্কে পালিত হচ্ছে দুর্গাপূজা। মূলত ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবার উৎসবের সূচনা হয়, যা চলবে ১৫ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত। নিউইয়র্কে এবার অন্তত ১৭টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।
আয়োজকরা বলছেন, মহামারীর কারণে একটি বছর নজিরবিহীনভাবে দুর্গোৎসব হতে পারেনি। এবার স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে মিলেছে ব্যাপক সাড়া।
আরও পড়ুন: আজ মহানবমী, বাজছে দেবীর বিদায়ের সুর
প্রতিদিন সকাল ১০টা থেকে সবার জন্য উন্মুক্ত মণ্ডপ প্রাঙ্গণ মধ্যরাত পর্যন্ত জনসমাগমে মুখর থাকে। সকালে চলে চণ্ডি উপনিবেশ এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে মন্ত্র পাঠ। তারপর ভক্তবৃন্দ অঞ্জলি দেন। সন্ধ্যায় হয় আরতি। এরপর মধ্যরাত পর্যন্ত নাচ-গান সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভক্তরা বলছেন, শারদীয় দুর্গাপূজা সর্বজনীন উৎসবের রূপ নিয়েছে। পূজা এলেই ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি মেতে উঠে উৎসব আমেজে। প্রাণের এই আমেজ সব অশুভকে দূর করে দিক, বন্ধ হোক মানুষে মানুষে হানাহানি। আর সবার মধ্যে নিয়ে আসুক শান্তির বার্তা- এমনটাই প্রার্থনা।
একাত্তর/টিএ