সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

মস্কোতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৪:২৫ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করেছে বাংলাদেশিদের সংগঠন ‘সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশের পক্ষে জোরালো পদক্ষেপ রেখেছিল। এজন্য বাংলাদেশ রাশিয়ার প্রতি আজীবন কৃতজ্ঞ। বাংলাদেশ সৃষ্টির সময় থেকে রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে আন্তর্জাতিক অঙ্গনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তা না পেলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কঠিন হতো।

সভার সভাপতিত্ব করেন সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া’র সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর জলিল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. প্রশান্ত ধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি স্তারকভ আন্দ্রেই আলেকসান্দ্রোভিচ, ড. সুব্রত ঘোষ, ড. সৌমিত্র শর্মা, ড. হারুন মাহমুদ, পিপলস ফ্রেন্ডশীপ ইউনিভার্সিটির পিএইচডি গবেষক বারেক কায়সার প্রমুখ।

image


ইঞ্জিনিয়ার আলমগীর জলিল শুভেচ্ছা বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অতিথিদের সামনে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। 

আরও পড়ুন: ব্লগার অনন্ত বিজয় হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

রাশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ওপর আলোকপাত করে আলমগীর জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সোনার বাংলা গড়তে রাশিয়া উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে আছে। রাশিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।  

image


আলোচনা সভা শেষে রাশিয়ান শ্রী চিন্ময় সেন্টারের সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে রাশিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।


একাত্তর/আরবিএস   

আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
বিশ্বজুড়ে শান্তি সমৃদ্ধি কামনায় পৃথিবীর অন্য স্থানের মতো যুক্তরাষ্ট্রেও ঈদ পালন করেছেন প্রবাসীরা। এসময় সব ঈদের জামাত থেকে ফিলিস্তিনের মানুষের মুক্তি কামনা করে দোয়া করা হয়। ঈদের নামাজের পর ধর্মপ্রাণ...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
২৮ মার্চ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিজ বাড়িতে বাংলাদেশি বংশোদ্ভুত এক তরুণ নিহত হন। ১৯ বছর বয়সী ওই যুবকের নাম উইন রোজারিও। নিহতের ঘটনার পরে যুক্তরাষ্ট্র প্রশাসন ছেলেটিকে মানসিক ভারসাম্যহীন বলে...
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত