জি এইচ আরজু একজন আপাদমস্তক শিল্পী। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তার জন্ম। সেই মাটির জল হাওয়াতে বড় হয়েছেন। লম্বা সময় নিউইয়র্কে কাটিয়ে মিসিসিপি হয়ে এখন তার বসবাস নিউইয়র্কের আপস্টেটের সিরাকিউসে। তবে নিউইয়র্কই তার আসল ঠিকানা। সুযোগ পেলেই ছুটে আসেন প্রাণের মানুষদের টানে। নানান শারীরিক জটিলতাও এতে বাঁধা হতে পারেনি।
এবার শিল্পী জি এইচ আরজু আবারো আসছেন তার একক আবৃত্তি সন্ধ্যা ‘পড়শী কাব্য’ নিয়ে।
নিউইয়র্কের উডসাইডের পি এস টুয়েলভ মিলনায়তনে আগামী ১৭ জুন (শনিবার) এই অনুষ্ঠানটিতে থাকছে ভিন্নতা। শিল্পী এবার আবৃত্তি করবেন এই শহরটিরই ১৪ জন কৃতি কবি, ছড়াকারের লেখা। তারা হলেন তাজুল ইমাম, তমিজউদ্দিন লোদী, কাজী আতিক, শামস আল মোমিন, মনজুর কাদের, খালেদ শরফুদ্দিন, মৃদুল আহমেদ, সোনিয়া কাদের, আনোয়ার সেলিম, মিশুক সেলিম, বেনজির শিকদার, এইচ বি রিতা, আহমেদ ছহুল এবং মামুন জামিল।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপার আয়োজনে এতে সঙ্গীত পরিবেশন করবেন সুপ্রিয়া চৌধুরী। মঞ্চসজ্জায় থাকছেন খ্যাতিমান ভাস্কর আকতার আহমেদ রাশা, তবলায় পিনাক পানি গোস্বামী, কিবোর্ডে মাসুদুর রহমান এবং বাঁশিতে থাকছেন সৌগত সরকার হিল্লোল।
নিবীড়ের শব্দ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাবিনা নীহার নীরু।
আরও পড়ুন: ছয় মার্কিন কংগ্রেসম্যানের বক্তব্যের বিরুদ্ধে ১৯২ বাংলাদেশি-আমেরিকানের বিবৃতি
শিল্পী জি এইচ আরজু বলেন, নিউইয়র্ক আমাদের প্রাণের শহর। এই শহরেই আছেন অনেক মেধাবী কীর্তিমান বাংলা ভাষার কবি সাহিত্যিক। এবার আমি কেবল তাদের লেখা থেকেই পাঠ করছি। যে কারণে অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘পড়শী কাব্য’। এই অনুষ্ঠানটিতে কথা, কবিতা ও গানে ভিন্নতা রয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।
একাত্তর/আরএ