রাজধানীতে জমে উঠতে শুরু করেছে শীত পোশাকের বেচা কেনা। শীত থেকে নিজেকে রক্ষায় ক্রেতারাও ছুটছে হকার্স মার্কেট থেকে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে।
এবার একটু আগেভাগেই যেন শীতের আগমনী বার্তা। এমন অবস্থায় গরম কাপড়ের সন্ধানে বিপনি বিতানে ভিড় করছেন অনেকেই। রবিবার সকালেই রাজধানীর বঙ্গবাজারে শীতের পোশাক কিনতে এসেছেন অনেকে।
কিছুটা কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায় বলে নগরীর নিম্ন থেকে উচ্চবিত্ত সব ধরনের মানুষই ভিড় করেন বঙ্গবাজারে। দেশে তৈরি গার্মেন্টসের নতুন এবং বাতিল পণ্য থেকে শুরু করে সব ধরনের পোশাকই পাওয়া যায় এখানে।
এদিকে শোরুমগুলোতেও এবার বিভিন্ন ব্র্যান্ডের বৈচিত্র্যময় শীতের পোশাক উঠেছে। আগাম শীতে তাদেরও পোয়া বারো। তাই বিক্রিটাও মন্দ নয়। তাদের দাবি, দামও ক্রেতার হাতের নাগালেই।
তবে, বিক্রেতাদের আশা, পুরোপুরি শীত জেঁকে বসলে বিক্রি আরো বাড়বে। সেই সঙ্গে বাড়বে জনসমাগম।
একাত্তর/ এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.