আবারো ৭ হাজারের ঘর পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে। সেই সাথে বেড়েছে লেনদেনও।
মঙ্গলবার, ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ১৩০টির, বদলায়নি ২৭টির। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩৩৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ টাকা।
গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৪ হাজার ৯১২ কোটি টাকা।
বাজার মূলধন বাড়ালেও গেল সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৮টির। আর ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.