ফরাসি জাতীয় ফুটবল দল ও ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড় করিম বেঞ্জেমার বিরুদ্ধে সতীর্থের ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করার অভিযোগের সত্যতা পেয়েছে আদালত। এ অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
জাতীয় দলের আরেক ফুটবলার ম্যাথিউ ভ্যালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে গত মাসে বেঞ্জেমাসহ পাঁচজনের বিচার শুরু হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে এক ট্রেনিং ক্যাম্পে থাকাকালীন ভ্যালবুয়েনার একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন তারা।
আরও পড়ুন: রাতে ম্যান সিটি-পিএসজির টক্কর, নামছে রিয়ালও
এ অভিযোগের পর সাময়িকভাবে ফ্রান্সের জাতীয় ফুটবল দলে জায়গা হারান বেঞ্জেমা ও ভ্যালবুয়েনা। তবে এ অভিযোগ অস্বীকার করে বেঞ্জেমা দাবি করেন, তিনি ভ্যালবুয়েনাকে ভিডিওটি সরাতে সাহায্য করতে চেষ্টা করছিলেন।
তবে তার এ দাবি আদালতে ধোপে টেকেনি। পাঁচ আসামিকেই দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দেওয়া হয়।
এ রায়ের বিপক্ষে আপিল করার ঘোষণা দিয়েছেন বেঞ্জেমার আইনজীবীরা। রায় ঘোষণার সময় বেঞ্জেমা বা ভ্যালবুয়েনা কেউই আদালতে উপস্থিত ছিলেন না।
তবে ঘটনার পর জাতীয় দলে ফিরেছেন বেঞ্জেমা। বুধবার (২৪ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.