মার্কিন দূতাবাসের কর্মীদের রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে মস্কো। বুধবার (১ ডিসেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মস্কোতে তিন বছরের বেশি সময় ধরে থাকা মার্কিন দূতাবাসের কর্মীদের দেশ ছাড়তে বলা হয়েছে। এ জন্য ৩১শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।
মস্কোর এ সিদ্ধান্তকে ওয়াশিংটনের উপর প্রতিশোধ হিসাবে দেখা হচ্ছে। দূতাবাসের কর্মী বহিষ্কার ইস্যু নিয়ে দু'দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবারই পূর্বনির্ধারিত বৈঠকে বসার কথা রয়েছে দু'পক্ষের কর্মকর্তাদের। এর আগে যুক্তরাষ্ট্রে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত জানান, গত সপ্তাহে রুশ দূতাবাসের ২৭ কর্মীকে পরিবারসহ বহিষ্কার করেছে ওয়াশিংটন। এ জন্য ৩০শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.