করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মধ্যে যুক্তরাষ্ট্রে একজনের দেহে এ ধরনটি শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়। তিনি পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন বলে জানা গেছে।
ওই ব্যক্তি গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন। তার সাতদিন পর তার করোনা শনাক্ত হয়। এরপর জিনোম পরীক্ষায় দেখা যায় তার শরীরে ওমিক্রন ধরন।
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে আবার দেশের বাইরে যাতায়াতে কড়াকড়ি শুরু হয়েছে। বিদেশ থেকে যারা আসছেন, তাদের সকলকে করোনা নেগেটিভ সনদ দেখাতে হচ্ছে।
কেবল টিকার সার্টিফিকেট দেখালে কেও ছাড় পাচ্ছে না। এছাড়াও বিদেশি যাত্রীদের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে নেমে করোনা পরীক্ষা করে বাকি কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্যবিষয়ক পরমার্শদাতা অ্যান্থনি ফাউচি জানিয়েছেন, বুস্টার ডোজ যাদের নেওয়া নেই, ওমিক্রনের সামান্য প্রভাব ঘটছে তাদের শরীরে। অল্প অল্প উপসর্গও দেখা যাচ্ছে। তবে রোগীরা সুস্থও হয়ে উঠছেন।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২৪টি দেশে ওমিক্রন ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলা জানা গেছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.