আমদানি-রপ্তানি পণ্য পরিবহন খাতের ব্যবসায়ীদের সংগঠন, বাংলাদেশ ফ্রেইট
ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশন- বাফা’র নির্বাচনে সম্মিলিত ফোরামের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত
হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক অনুষ্ঠানে সম্মিলিত ফোরামের
প্যানেল লিডার কবির আহমেদ ভোটারদের কাছে বাকি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
২০২১-২৩ এই দুই বছরের জন্য,
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে কবির আহমেদের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা
করছেন ১৯ জন।
নির্বাচনে ভোট গ্রহণ হব এ মাসের ১৯ তারিখ। এই নির্বাচনে ঢাকা থেকে দশ এবং চট্টগ্রাম থেকে আট জন প্রতিনিধি নির্বাচিত হবেন।
আরও পড়ুন: জেমস-শাফিনের মামলায় বাংলালিংকের ৪ কর্মকর্তার স্থায়ী জামিন
সম্মিলিত প্যানেলের লিডার কবির আহমেদ জানান, দেশের আমদানি-রপ্তানি
পণ্য পরিবহন খাতে আরো গতি ও স্বচ্ছতা আনতে কাজ করতে চায় তার প্যানেল।
দেশের প্রধান প্রধান বন্দরে ফ্রেইট ফরোয়ার্ডাসের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে দক্ষতা অর্জনেও সম্মিলিত ফোরাম ভূমিকা রাখবে বলে জানান, এই ব্যবসায়ী।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.