ঢাকা টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ৫৭ ওভারেই শেষ হয় খেলা। দ্বিতীয় দিনের খেলা শেষ হয় মাত্র ৬ ওভার ২ ওভারে কারণ ছিল বৃষ্টির। তৃতীয় দিনে খেলাই হয়নি সেই একই বৃষ্টির কারণে।
তবে অবশেষে চতুর্থ দিনে এসে খেলা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ১০টা ৫০ মিনিট থেকে শুরু হবে খেলা। আজকের দিনে খেলা হবে ৮৬ ওভারের। আউট ফিল্ড ভেজা থাকার কারণেই খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে।
তৃতীয় দিন শেষে ৬৩.২ ওভারে ২ উইকেটে পাকিস্তান সংগ্রহ করেছে ১৮৮ রান। প্রথম দিনের প্রথম সেশনে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক (২৫) ও আবিদ আলী (৩৯)। অপরাজিত রয়েছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.