নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপকে আওয়ামী লীগের নতুন ভণ্ডামি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের জাসসের ৪ত তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে এসব কথা বলেন বিএনপি'র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় তিনি বলেন, বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে বিএনপি নেত্রীকে হত্যার গভীর ষড়যন্ত্র চলছে। বলেন, সব শ্রেণী-পেশার মানুষের দাবিকে উপেক্ষা করে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না সরকার।
তিনি আরও বলেন, বিনা ভোটে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত সরকার। রাষ্ট্রপতি সংলাপের নামে ভন্ডামির আশ্রয় নিয়ে আরেকটি হুদা মার্কা নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার।
দেশের মানুষ সরকারের ষড়যন্ত্রকে কোনভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেন রিজভী। এছাড়াও, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.