হতাশার বোলিংয়ে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে দু:স্বপ্নের মতো একটি দিন পার করলো বাংলাদেশ। সারাদিনের সাফল্য বলতে তিন সেশনে মাত্র এক উইকেট, বাকি গল্পের নায়ক কিউই ক্যাপ্টেন ল্যাথাম।
রোববার (৯ জানুয়ারি) সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক মুমিনুল হক। আর ব্যাট হাতে সাতসকালেই দুর্দান্ত সূচনা করে ব্ল্যাকক্যাপসরা।
সবুজ ঘাসে মোড়ানো উইকেটে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। তবে ফিফটির পর অবশ্য বেশিক্ষণ টিকেননি উইল ইয়াং, বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম।
এরপর আর কোন বোলারই কিউইদের ব্যাটিং লাইনকে বিপদে ফেলতে পারেননি। সময়ের সাথে টাইগার বোলারদের হতাশা বাড়াতে থাকে ল্যাথাম-কনওয়ে জুটি।
সেঞ্চুরি তুলে ১৮৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক টম ল্যাথাম। তাকে সঙ্গ দেওয়া ডেভন কনওয়ে অপরাজিত রয়েছেন ৯৯ রানে। ফলে মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড।
এদিকে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন যেন হারিয়ে খুঁজছেন নিজেকে। ২১ ওভারে ১১৪ রান নিয়ে তার ইকোনমি রেট পাঁচ দশমিক ৪৩।
নিউজিল্যান্ড প্রথম দিন: ৩৪৯/১, লাথাম ১৮৬*, কনওয়ে ৯৯*, শরিফুল ১/৫০ (১৮), তাসকিন ০/৬৮ (২২)
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.