ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

কাজাখস্তানে সরকার বিরোধী বিক্ষোভে দেড়শতাধিক প্রাণহানি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২২ ১৮:৩৬:১১
কাজাখস্তানে সরকার বিরোধী বিক্ষোভে দেড়শতাধিক প্রাণহানি

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ থেকে শুরু হওয়ার কয়েক দিনের ভেতর নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েকদিন ধরে চলমান সরকার বনাম বিক্ষভকারীদের এই সংঘর্ষে আটক হয়েছেন দেশটির প্রায় ৫ হাজার নাগরিক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (৯ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাণঘাতী সহিংসতায় প্রাথমিকভাবে ১৯৮ মিলিয়ন ডলারের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় বলছে, গত কয়েক দিনের সহিংসতায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা প্রায় ৪০০ যানবাহন ধ্বংস করেছে।

রোববার কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা স্পুটনিক বলছে, সাম্প্রতিক সহিংসতায় দুই শিশুসহ অন্তত ১৬৪ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে দেশটির প্রধান শহর আলমাতিতেই মারা নিহত হয়েছেন ১০৩ জন। দেশটির বৃহত্তম এই শহরে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।

কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরলান তুরগুমবায়েভ বলেছেন, দেশের সব অঞ্চলেই আজ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তারপরও দেশটিতে আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সহিংসতার ঘটনায় পৃথক ১২৫টি তদন্তের অংশ হিসাবে ৫ হাজার ১৩৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


একাত্তর/এসএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads