ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোঁচট খেল টেবিল টপার পিএসজি। অলিম্পিক লিওঁর বিপক্ষে পয়েন্ট হারালো মেসি-নেইমারবিহীন দলটি। অন্যদিকে, লা লিগায় পয়েন্ট ভাগাভাগি করল অ্যাথলেটিকো মাদ্রিদ।
লিওঁর মাঠে খেলতে গিয়ে শুরুতেই গোল হজম করে বসে পিএসজি। ম্যাচের সপ্তম মিনিটে লিওঁকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। ম্যাচের ৭৬ মিনিটে দলকে সমতায় ফেরানোর গোলটি করেন থিলো কেহরার। যা পরাজয় এড়িয়ে এক পয়েন্ট এনে দেয় পিএসজিকে।
নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিক লিওঁর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। পয়েন্ট খোয়ালেও শীর্ষস্থান অটুট রয়েছে তাঁদের।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.