সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বাস-ট্রেনে আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন সেবা চালু করার কথা থাকলেও রেলে এই সেবা চালু হচ্ছে আগামী শনিবার (১৫ জানুয়ারি)। অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় দুইদিন পিছিয়ে অর্ধেক যাত্রী নিয়ে শুরু হবে ট্রেন চলাচল।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে নতুন বিধিনিষেধ মানা সম্ভব হবে। সেদিন ঢাকা থেকে ছেড়ে যাবে ৭৪টি আন্তঃনগর ও ৬৬টি মেইল ট্রেন। কমিউটার ও লোকাল ট্রেনসহ মোট ট্রেন ছাড়বে ১৪০টি। ট্রেনের সংখ্যাও কমবে না, ভাড়াও বাড়বে না।
টিকিট বিক্রির বিষয়ে তিনি বলেন, বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে অনলাইনে এবং শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।
আরও পড়ুন: শনিবার থেকে আগের ভাড়াতে অর্ধেক আসন খালি রেখে চলবে বাস
তিনি অভিযোগ করে বলেন, মাস্ক পরা নিয়ে রেল কড়াকড়ি থাকলেও সুযোগ পেলেই যাত্রীরা তা খুলে ফেলছেন। অনেকেই মাস্ক ছাড়া ঘুরছেন। সামাজিক দূরত্ব নিয়েও কারও আগ্রহ আছে বলে মনে হচ্ছে না।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.