রাত শেষ হলেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘ছিটমহল’। আর এই সিনেমার শুটিং হয়েছিলো পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। গত ২০১৫ সালে শুরু হয় ‘ছিটমহল’র শুটিং। এরপর নানা জটিলতায় থেমে ছিলো এর মুক্তি। বছর তিনেক আগেই সিনেমাটির পুরো কাজ শেষ হয়।
সিনেমাটিতে অভিনয় করেন, জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খান, ডন, সজল সহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছে কমন হোম এটাচার। এটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।
শুধুমাত্র ঢাকায় ব্লকবাস্টার সিনেমায় ‘ছিটমহল’ মুক্তি পাচ্ছে। এছাড়া ঢাকার বাইরে মুক্তি পাবে- সুগন্ধা (চট্টগ্রাম), শঙ্খ (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) ও বৈশাখী (রাজবাড়ির) প্রেক্ষাগৃহে।
সিনেমাটির গল্পে তুলে ধরা হয়েছে, ১৯৪৭ সালের দেশ ভাগের করুণ অন্ত:ক্ষরণের ৬৮ বছরের বঞ্চনা, যাপিত জীবনে আসা হঠাৎ আলোর ঝলকানি বিনিময়ের কাহিনী। চারিদিকে অন্য দেশ মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবন-যাপন তাদের। হঠাতই ছিটমহল বিনিময়ের ঢামাঢোল। মানুষগুলো পড়ে সিদ্ধান্তহীনতায়। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজন অন্তঃক্ষরণ।
মূলত এই সিনেমার মাধ্যমেই জানা যাবে ‘ছিটমহল’ সম্পর্কিত নানা অজানা বিষয়।
একাত্তর/ এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.