ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

দিনের আলোতে রাতের শীত পুষিয়ে নিচ্ছে লালমনিরহাটের কৃষক

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২২ ০৯:৫৭:৫০
দিনের আলোতে রাতের শীত পুষিয়ে নিচ্ছে লালমনিরহাটের কৃষক

আবহাওয়ার পূর্বাভাস বলছে, লালমনিরহাটের আকাশে মেঘ থাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও মেঘ কেটে গেলে তাপমাত্রা কমে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। এদিকে সন্ধ্যা থেকে সকাল আটটা পর্যন্ত লালমনিরহাটের আকাশে ঘন কুয়াশা লক্ষ্য করা গেলেও দিনে সূর্যের আলোয় কৃষিতে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের কৃষক। 


ঘন কুয়াশায় সড়কগুলোতে  সকাল আটটা পর্যন্ত গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। দুপুরে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও তা সন্ধ্যা থেকে কমতে থাকায় ঠাণ্ডায় কাবু হয়ে পড়ে এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষজন।  তবে গত ২/৩ দিনের তুলনায় লালমনিরহাটের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টায় ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস রয়েছে। 

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনা শনাক্তের সব রেকর্ড ছাড়ালো

চাষি আউলা বর্মণ জানানা, গেলো দুদিন আগে যতটুকু বৃষ্টি হয়েছে তাতে কৃষিক্ষেত্রে উপকারে এসেছে।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads