সারাদেশে উপজেলা পর্যায়ে ১৭৬০ ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএসের মাধ্যমে মানসম্পন্ন চাল ও আটা বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (১৯ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে শেষে তিনি একথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে সাতশ'র বেশি ডিলারের মাধ্যমে জেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু রয়েছে। বৃহস্পতিবার থেকে তা উপজেলা পর্যায়ে বিস্তৃত হচ্ছে।
আরও পড়ুন: লবিস্ট নিয়োগের অভিযোগ বানোয়াট, দাবি বিএনপির
এসময় তিনি জানান, ওএমএসের চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে বিক্রি হবে। ওএমএস যেন সঠিকভাবে যেন বিতরণ হয় তা পর্যবেক্ষণ করবেন ডিসিরা। আর কেউ যদি মজুদ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মার্চ থেকে প্রতিটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল দেয়া শুরু হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান খাদ্যমন্ত্রী।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.