ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় অন্তত ১১ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে তিউনিসিয়া।
শুক্রবার (২১ জানুয়ারি) তিউনিসিইয়া সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আরবভিত্তিক সংবাদমাধ্যম আরবনিউজ।
তিউনিসিইয়া সেনাবাহিনীর ওই মুখপাত্র জানান, উপকূলরক্ষীরা এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে। এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন। সংশ্লিষ্টদের শঙ্কা, ওই ছয়জনেরও মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মৃত পাঁচজনের মরদেহের পাশপাশি ২১ জনকে জীবিত উদ্ধার করেছে সেনারা। নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন দেশটির নিরাপত্তাকর্মীরা।
আরও পড়ুন: চীন-রাশিয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যের সতর্কবার্তা
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় প্রায় এক হাজার ৭০০ জন অভিবাসীসহ ২৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বা নিখোঁজ হয়েছেন।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.