সরকারের যে কোন প্রতিষ্ঠানে চাকুরির নিয়োগ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৩ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
পাশাপাশি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী পিএসসির যে কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের টিকা নেয়া নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: 'পুলিশ ও গণমাধ্যম কর্মীরাই শুধু ভিসির বাসভবনে ঢুকতে পারবে'
সেই সঙ্গে টিকা নেয়ার পর এ সংক্রান্ত সনদ সংগ্রহ করে পরীক্ষার সময় রাখতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধও জানিয়েছে পিএসসি।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.