ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

করোনাকালে দেশে সর্বোচ্চ শনাক্তের হারের রেকর্ড

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২২ ১৮:০৪:১৯ আপডেট: ২৮ জানুয়ারী ২০২২ ২২:২০:২৩
করোনাকালে দেশে সর্বোচ্চ শনাক্তের হারের রেকর্ড

করোনাভাইরাসে দেশে গেলো ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) নতুন করে ১৫ হাজার ৪৪০ জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এটি মহামারিকালে দেশে সর্বোচ্চ শনাক্তের হারের রেকর্ড।  

আর একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১৫। 

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে এক হাজার ৩২৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে নারী ১২ জন, পুরুষ আটজন। তাদের মধ্যে দশজন ঢাকায় মারা গেছেন। চট্টগ্রামে চারজন এবং রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। 

আরও পড়ুন: ঘুরতে গিয়ে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের একজন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। 

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষদিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত পাঁচশ’র ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে সেই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি।

গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) দৈনিক দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়। এদিন মোট ১৬ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৫৮ হাজার ৩৮১ জনের। সুস্থ হয়েছেন ২৯ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৪০৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩৬ কোটি ৭৩ লাখ ৪ হাজার ৫২৪ জন।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads