ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

একদিনের ব্যবধানে শ্রীমঙ্গলে দুই ডিগ্রি তাপমাত্রা কমেছে

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২২ ১২:৪০:১৯ আপডেট: ২৯ জানুয়ারী ২০২২ ১২:৪২:৪০
একদিনের ব্যবধানে শ্রীমঙ্গলে দুই ডিগ্রি তাপমাত্রা কমেছে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শনিবার (২৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাড়ায় হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে শুক্রবার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস নেমে তা দাঁড়িয়েছিলো ৯ দশমিক ৫ ডিগ্রিতে। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমেছে। 

মূলত আকাশে মেঘ কেটে যাওয়ায় এবং ঘন কুয়াশা না থাকায় তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। 

স্থানীয় আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, আবহাওয়া একই অবস্থায় থাকলে তাপমাত্রা আরও কমতে পারে। এদিকে সকালের দিকে হাল্কা কুয়াশার কারণে সুর্যের দেখা মিলছে দেরিতে।

আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

এদিকে কনকনে ঠান্ডা বাতাস ও শীতের তীব্রতায় সদর হাসপাতাল ছাড়াও চা বাগানের ডিসপেনসারী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোরে বয়স্ক ও শিশু রোগীর ভিড় বাড়ছে।  


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads