মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা স্থানীয় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টায় জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) ও আব্দুর রহমান (৩৪)। নিহতরা হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা। আর আহত অটোরিকশা চালকের নাম জাহিদুল ইসলাম (৩৫)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, বরঙ্গাইল হাট থেকে পেঁয়াজ বিক্রি শেষে অটোরিকশাযোগে বাড়ির দিকে ফিরছিলেন ব্যবসায়ী জাহিদুল ও আব্দুর রহমান। পথিমধ্যে তাদের অটোরিকশাটি মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় আসলে পাটুরিয়াগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী মারা যায়।
আরও পড়ুন: সুন্দরবনে পাওয়া মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন
তিনি আরও বলেন, একই ঘটনায় গুরুতরভাবে আহত হয় অটোরিকশার চালক। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.