রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের হাত টর্চ লাইট ও মাছ ধরা কোচ থাকায় কোচ দিয়ে মাছ ধরতে গিয়ে ইলেক্ট্রিক তারের সাথে বিদ্যুতায়িত হয়ে হ্রদে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৩ মে) রাত ১০ টার দিকে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকার পাশে কাপ্তাই হ্রদে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহজাহান (৪০)।
রাত সাড়ে এগোরটায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
পাবলিক হেলথ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোঃ হারুন জানান, বিগত মাস ছয়েক আগে ঢাকা থেকে শাহজাহান সস্ত্রীক রাঙামাটি এসে পাবলিক হেলথ এলাকার জাহিদের বাড়িতে বাসা ভাড়া নেন। শাহজাহান পাবলিক হেলথ এলাকায় একটি ফার্নিচারের দোকানে চাকরি করতেন আর তার স্ত্রী পারুল লেক সাইট হাসপাতালে আয়ার কাজ করেন। রাতে শাহজাহান বর্শা দিয়ে কাপ্তাই হ্রদে মাছ শিকার করত। শুক্রবার রাতেও মাছ ধরতে হ্রদে নামে শাহজাহান। খাম্বা থেকে ইলেক্ট্রিক তার ঝুলে থাকায় সে তারে লেগে হ্রদে পড়ে মৃত্যু হয় তার। ঘটনার পর এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাত সাড়ে এগোরটার দিকে পুলিশ এসে হ্রদ থেকে তার লাশ উদ্ধার করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.