রাতে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে অভিজাত আসর উয়েফা চ্যাম্পিয়ন্স
লিগের গ্র্যান্ড ফাইনালের মুখোমুখি হচ্ছে মহাদেশটির দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।
মোহামেদ সালাহ নাকি কারিম বেনজেমা, কার ঘরে যাচ্ছে এবারের ট্রফি, সেই প্রশ্নের উত্তর মিলবে প্যারিসে।
ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
চলছে বিয়ে বাড়ির কণে দেখা। সবাই আসছে আর ঘুরে ঘুরে দেখছে। কেউবা আবার ছবিও তুলে নিচ্ছে। সিটি অব লাভ- প্যারিসে শো পিস ইভেন্টের রূপালি ট্রফি নিয়ে
চলছে এমন মাতামাতি।
লাভ প্যাড লক হয়ে গেছে। ৩২ দল ১২৪ ম্যাচ ৩৭৯ গোল সব কিছুর
হবে আজ হবে অবসান। ফুটবলের
মহাযজ্ঞ ক্ল্যাশ অব টাইটাইন্সের জন্য প্রস্তুত স্তাত দো ফঁসে।
ফেস অফে মুখোমুখি সেই দুই চির শত্রু। মাইটি স্প্যানিশ রিয়াল মাদ্রিদের সামনে
ইংলিশ জায়ান্ট লিভারপুল। ঐতিহ্য আর
অভিজাত্যের ভারে সমানে সমান।
ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই প্রতিযোগিতায়
সবচেয়ে সফল লস ব্লাঙ্কোস। রেকর্ড
১৩ বারের চ্যাম্পিয়ন দলটা।
এই তো ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর সাত
সাতবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। আরও সমৃদ্ধ করেছে ক্লাবের ট্রফি সেলফ।
দুই দলের লড়াইয়টাও বেশ পুরোনো। নবমবারের মতো মুখোমুখি ওরা দুই। শেষ পাঁচবারই হেরেছে অল রেডস। সেই দিক থেকে ফাইনালে এগিয়ে বেনজামারা।
২০১৮ সালের ফাইনাল আর সবচেয়ে তরতাজা গেলো বছর কোয়ার্টার
ফাইনাল থেকে রিয়ালের কাছ থেকে হেরেই বিদায় নিয়েছিলো ক্লপের ছেলেরা।
অতীত পরিসংখ্যানও কথা বলছে লস ব্লাঙ্কোদের পক্ষে। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে আটবারের
লড়াইয়ে রিয়ালের চার জয়ের বিপরীতে অল রেডদের জয় তিনটিতে।
তবে সেই যাই হোক রিয়াল যদি হয় বুনো ওল, লিভারপুল তো বাঘা
তেঁতুল। ২০১৮-১৯ আসরে চ্যাম্পিয়ন হওয়া ক্লপের দলটার গেলো পাঁচ বছরে খেলছে তিন নম্বর ফাইনাল।
সালাহতো আগেই বলেছেন, ইটস রিভেন্জ টাইম। অর্থাৎ, এবার প্রতিশোধের পালা।
বেনজামার দেশের মাটিতে সেই প্রতিশোধ নিতে সালাহ কতটা সফল হবেন তার জানা যাবে
রাতেই।
বিগ ম্যাচে পূর্ণ স্বস্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে
রিয়াল মাদ্রিদ। আলাবা
ফিরছেন ইনজুরি কাটিয়ে, ফ্রন্টলাইনে বেনজেমার সাথে ভালভার্দে
আর ভিনিসিয়াস জুনিয়র।
ফাইনালে ক্যারিশম্যাটিক কারিম বেনজামার আরো একটা ম্যাজিক্যাল
শো দেখার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। সেই সঙ্গে তার জন্য থাকছে স্তাত দো ফঁসের
সমর্থনও।
প্রতিশোধের মিশণে জার্গেন ক্লপ বাহিনী কৌশল সাজাচ্ছে ক্ল্যাসিক
ফর্মেশনে। ফ্রন্টলাইন
সামলাবেন ট্রাইডেন্ট সালাহ, সাদিও মানে ও লুইস দিয়াজ।
বিগ ম্যাচে হুইসেল বাজার পর শিকেই উঠবে এসব পরিসংখ্যা। সব ছাপিয়ে রাতে একটাই টক অফ টপিক্স-
শিরোপা তুমি কার? আর চ্যাম্পিয়ন্স লিগের বল বলবে- প্লে
মি...আম ইয়োর্স!
একাত্তর/এসএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.