নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি সচল পাইপগান ও তিন রাউন্ড গুলি সহ শীর্স সন্ত্রাসী দাউদ নবী (২৪)কে গ্রেপ্তার করেছে।
দাউদের বাড়ি সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে বীজবাগ গ্রামে। সে ওই গ্রামের মোবারক আলী ব্যাপারী বাড়ির মোঃ মোস্তফা প্রকাশ মানিকে ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের ৫টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা।
সেনবাগ থানার ওসি আবদুল বাতে মৃধা একাত্তরকে জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ তারেকুর রহমান, এসআই মোঃ আল আমিন, এসআই সবুজ চন্দ্র পাল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ গ্রামের মোবারক আলী ব্যাপারী বাড়ির মোস্তফা প্রকাশ মানিকে বসতঘরে অভিযান চালিয়ে মানিকের ছেলে সন্ত্রাসী দাউদ নবী কে গ্রেপ্তার করে।
এ সময় তার ঘরে তল্লাশী করে একটি সচল পাইপগান ও তিন রাউন্ড গুলি (নীল রঙ্গের কাতুর্জ) জব্দ করে পুলিশ। এ ঘটনায় সেনবাগ থানায় অন্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দাউদের বিরুদ্ধে সেনবাগ থানায় পাঁচটি মামলা রয়েছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.