ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট অনেকটা কমেছে। ভোগান্তির পর স্বস্তিতে ফিরতে শুরু করেছেন যাত্রী ও চালকরা। সোমবার (১৯ জুলাই) ভোরেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পুংলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত অংশে যানজট লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে শুরু করেছে সেই চিত্র।
আরও পড়ুন: লাইফ সাপোর্টে ফকির আলমগীর
ট্রাফিক পুলিশের জেলা ইন্সপেক্টর মো. দেলোওয়ার জানান, সকাল ৮টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্ব পাড় থেকে যান চলাচল স্বাভাবিক হয়। সেই সঙ্গে এই মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল সড়কের টাঙ্গাইলের সীমানায় কোথাও যানজট নেই। বিকেলের পর পোশাক শ্রমিকদের ছুটি হবে। তখন যানজটের আশঙ্কা করা যাচ্ছে। তবে পুলিশ রাস্তায় তৎপর আছে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.