নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা রাজনীতি করি দেশ ও মানুষের জন্য, নিজের জন্য কোন চাওয়া-পাওয়া নেই’।
রোববার দুপুরে দিনাজপুরের বালুবাড়ীস্থ জেলার প্রাচীন দৈনিক পত্রিকা উত্তরা’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকিতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, রাজনীতির সঠিক পথচলা ছাড়া সার্বিক উন্নয়ন দুঃসাধ্য।
এছাড়াও দিনাজপুর শহরের বেহাল রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা একটি বড় প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে বলেও জানান তিনি।
দৈনিক উত্তরা’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকির আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দৈনিক উত্তরার ভারপ্রাপ্ত সম্পাদক আহমদ জাকি সুমন প্রমূখ।
একাত্তর/ এনএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.