অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল না করা সব প্রতিষ্ঠান সরকারি সুবিধা বঞ্চিত হবেন। কর্তৃপক্ষ বলছে দেশের মোট দুই লাখ ৮০ হাজার নিবন্ধিতের মধ্যে মাত্র এক লাখ ৫১ হাজার প্রতিষ্ঠান অন লাইনে ভ্যাট রিটার্ন দাখিল করছেন।
তবে, ব্যবসায়ীরা বলছেন এনিয়ে রাজস্ব কতৃপক্ষ তাদের কোন প্রশিক্ষণ দেয়নি, তাই ভোগান্তি এবং ঝামেলা মুক্ত থাকতে হাতে লিখে রিটার্ন দাখিল করছেন অনেকে।
জাতীয় রাজস্ব বোর্ডের সরবরাহ করা ইলেকট্রনিক ডিভাইসেই ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করে বেশিরভাগ প্রতিষ্ঠান।
তবু মাস শেষে অনেক প্রতিষ্ঠানই ইলেকট্রনিক পদ্ধতি ছেড়ে হাতে লেখা কাগজেই দাখিল করছে ভ্যাট রিটার্ন।
ভ্যাট অনলাইন কর্তৃপক্ষ বলছে, প্রথম দিকে এই সেবায় কিছু ক্রুটি ছিলো। এখন সব ব্যাংককে এই সেবার আওতায় আনা হয়েছে।
এখনো যারা অনলাইনে রিটার্ন দাখিল করবে না, তারা সরকারের বেশ কিছু সুবিধা পাবেন না। পাশপাশি তাদের জন্য অপেক্ষা করছে জরিমানাসহ বেশ কিছু শাস্তি।
আরও পড়ুন: শাহজালালে করোনা পরীক্ষা চলছে ঝুঁকিপূর্ণ পরিবেশে
তবে, নতুন প্রকল্প সহজে গ্রহণ ও প্রয়োগ, দুটোই মানসিকতার বিষয়। পাশাপাশি সেখানে ক্রুটি বিচ্যুতিও খেয়াল করা উচিৎ বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ।
ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য প্রতি মাসের ১৫ তারিখে মধ্যে আগের মাসের রিটার্ন দাখিল বাধ্যতামুলক। কর্তৃপক্ষ বলছে, হাতে লেখা রিটার্ন দাখিল থেকে সুবিধায় এগিয়ে থাকবেন অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠানই।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.