পদ্মার তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে শিমুলিয়া থেকে "কুঞ্জলতা" ফেরিটি বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়।
বাংলাবাজার ফেরি ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ম্যানেজার সালাউদদ্দিন জানান, নদীর তীব্র স্রোতের কারণে গত ১৮ আগষ্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। পরে স্রোত কিছুটা কমলে ৪ অক্টোবর পরীক্ষামূলক ফেরি চালু করা হয়।
আরও পড়ুন: নতুন পণ্য উৎপাদন ও রপ্তানিতে নজর দেয়ার আহবান প্রধানমন্ত্রীর
এ দফায় ১১ অক্টোবর পর্যন্ত মাত্র ৭ দিন সীমিত আকারে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল করে। ১১ অক্টোবর থেকে বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ১০টার সময় পুনরায় দ্বিতীয় দফায় চলছে ফেরি।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.