ভোক্তা পর্যায়ে বাড়লো ডিজেল ও কেরোসিনের দাম। ৬৫ টাকা থেকে এখন প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ৮০ টাকায়। অর্থাৎ প্রতি লিটারে বেড়েছে ১৫ টাকা করে।
বুধবার (৩ নভেম্বর) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ চার নভেম্বর থেকে এই দাম কার্যকর হবে বলে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.