রাজধানীর চকবাজারে অভি ক্রোকারিজের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চকবাজারের এসকে টাওয়ারের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক আব্দুল হালিম একাত্তরকে জানান, ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের ঘটনায় কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, গোডাউনটি ক্রোকারিজের হওয়ায় ভেতরে প্লাস্টিকের তেমন কোনো জিনিসপত্র ছিল না। শুধু ছিল ক্রোকারিজের তৈজসপত্র। তাই আগুন নিয়ন্ত্রণে আনা অনেকটা সহজ হয়েছে।
আরও পড়ুন: চকবাজার প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.