ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের প্রথম বর্ষ বিএসএস স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯০ দশমিক ১৩ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ফল প্রকাশ করেন।
গত ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে ৮১ হাজার ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: দক্ষিণ সিটির ময়লার গাড়ি প্রাণ নিলো নটরডেম ছাত্রের
পরীক্ষায় ৭ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯.৮৭ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬ হাজার ৭১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৪৮৯ এবং মানবিক বিভাগ থেকে ৪৩৪ জন পাস করেছেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
একাত্তর/আরএইচ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.