তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন লিটন দাস। ১০ বাউন্ডারি ও এক ছক্কায় নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেলেন তিনি। আর এই শতক হাঁকাতে বল খরচ করেছেন ১৯৯টি। স্ট্রাইক রেট ৫০.২৭। লিটনের ক্যারিয়ারের প্রথম শতকটি এলো নিজের ২৫তম টেস্টে।
অপরদিকে থেমে নেই মুশফিকুর রহিমও। ছুটছেন লিটনের পিছু পিছু। ১৭৬ বল খেলে ৯ বাউন্ডারিতে ৭৭ রানে অপরাজিত তিনি।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ রানে চার উইকেট হারায় বাংলাদেশ।
মুশফিকুর রহিম ও লিটন দাসের দেড়শ রানের জুটির সৌজন্যে চট্টগ্রাম টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আরও পড়ুন: মুশফিক ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ চার উইকেটে ২৪৬।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.