ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসি বনাম ওয়াটফোর্ড ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে হার্ট অ্যাটাক করেছেন এক দর্শক। এ সময় ৩০ মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ করে দুই দলের চিকিৎসক দল তড়িঘড়ি গ্যালারিতে গিয়ে জরুরি চিকিৎসা দেন ওই দর্শককে।
বুধবার (১ ডিসেম্বর) রাতে ওয়াটফোর্ডের মাঠ ভিকারেজ রোডে চলছিল চেলসির সাথে ওয়াটফোর্ডের খেলা। ম্যাচ শুরুর ১২ মিনিটের মাথায় ওয়াটফোর্ডের অ্যাডাম মেসিনা চোট পেয়ে মাঠেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন।
এসময় হঠাৎই গ্যালারিতে দর্শকদের হইচই শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায় এক দর্শক খেলা দেখতে দেখতে হার্ট অ্যাটাক করেছেন। সাথে সাথে দুই ক্লাবের চিকিৎসক দল তড়িঘড়ি গ্যালারিতে গিয়ে জরুরি চিকিৎসা দেন ওই দর্শককে।
আরও পড়ুন: টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসান, ইনজুরিতে তাসকিন
পরে ওয়াটফোর্ডের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, হার্ট অ্যাটাকের শিকার হওয়া সমর্থক এখন আশঙ্কামুক্ত। চিকিৎসক দল, খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে তারা।
ম্যাচে শেষ পর্যন্ত ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় চেলসি। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাউন্টের গোলে শুরুতেই চেলসি এগিয়ে গেলেও প্রথমার্ধেই ওয়াটফোর্ডকে সমতায় ফেরান ডেনিস।
অবশেষে ৭২ মিনিটে হাকিম জিয়েখের গোলে আবারো লিড নেয় টমাস টুখেলের দল। আক্রামণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও শেষ পর্যন্ত আর গোল হয়নি। ১৪ ম্যাচে ১০ জয় আর তিন ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে চেলসি।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.