তাজিম হাসান সাকিব ও মেহরব হাসানের বোলিং নৈপুণ্যে ভারতে চলমান ত্রিদেশীয় সিরিজে হ্যাট্রিক জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আসরে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা ৬ রানে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে। এই জয়ে ফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ২ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১১৩ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের যুবারা।
আজ কোলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ২ ওভারে ২৩০ রানেই অল-আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে প্রান্তিক নওরোজ নাবিল সর্বোচ্চ ৬২ রান করে। গতকাল ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ১০৮ বলে ১০১ রান করেছিলেন নাবিল।
নাবিল ছাড়াও এ ম্যাচে মাহফিজুল ৫৬ ও ফাহিম ২১ রান করেন। ভারতের রেড্ডি ৫৩ রানে ৫ উইকেট নেন।
আরও পড়ুন: গ্যালারিতে দর্শকের হার্ট অ্যাটাক, খেলা বন্ধ আধ ঘণ্টা
জয়ের জন্য ২৩১ রানে জবাবে ৪৯ দশমিক ৪ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল। ১০ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারায় ভারতের যুবারা। শেষ ৩ উইকেট পকেটে ভরেন সাকিব। ম্যাচে তার বোলিং ফিগার ৯ দশমিক ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট। তাই ম্যাচ সেরাও তিনি। ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন মেহরবও। ২টি উইকেট নেন রিপন।
আগামী ৪ ডিসেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ যুব দল।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.