প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার পর হালকা বৃষ্টি, কুয়াশা ও ঘনকালো মেঘের কারণে উদ্ভূত আলোর স্বল্পতা আর খেলা শুরু করা যায়নি। ৫৭ ওভারে প্রথম দিনের খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১৬১ রান।
রোববার (৫ ডিসেম্বর) সকালে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা সময়মতো শুরু করা যায়নি বৃষ্টির কারণে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমেছে মিরপুরে। পরিস্থিতি স্বভাবিক হলে সকাল সাড়ে ১০টার দিকে সরানো হয়েছে উইকেটের কাভার।
এ সময় হালকা বৃষ্টির মধ্যেই মাঠে বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং অনুশীলন করেন কয়েকজন ক্রিকেটার। কিন্তু আবার বৃষ্টির মাত্রা একটু বাড়ার পর ড্রেসিংরুমে ফিরে যান তারা।
প্রথম দিনের প্রথম সেশনে পাকিস্তান দল দারুণভাবে শুরু করলেও তাইজুল ইসলামের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে দ্বিতীয় সেশনে বাবর আজম ও আজহার আলির জুটিতে শক্ত অবস্থান ধরে রাখে পাকিস্তান।
প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৬১/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৩৮*, বাবর ৬০*; ইবাদত ৯-১-২৮-০, খালেদ ৪-১-১৯-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.