জিম্বাবুয়ে থেকে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে দেশে ফেরা নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনাক্রান্ত। যে কারণে পুরো দলকে রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য সোমবার (৬ ডিসেম্বর) পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বিসিবির। এ উপলক্ষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন রাজধানীর সোনারগাঁও হোটেলেও এসেছিলেন।
আরও পড়ুন: সাকিবকে নিয়ে নির্বাচক প্যানেলের নতুন নাটক
কিন্তু দুই ক্রিকেটারের করোনা পজিটিভ শনাক্তের কারণে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আক্রান্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আবির্ভাবে অসম্পূর্ণ অবস্থায়ই বাতিল করা হয় জিম্বাবুয়েতে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইপর্ব। র্যাংকিংয়ে র্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলার নারী ক্রিকেটাররা পেয়ে যায় বিশ্বকাপের টিকিট।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.