বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল গাঁটছড়া বাঁধছেন আজ।
বিয়ে উপলক্ষ্যে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ জুটি অতিথিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (৮ ডিসেম্বর) তারা যোগ দিয়েছেন গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে।
বিয়ের অনুষ্ঠান হচ্ছে রাজস্থানের শহর সাওয়াই মাধোপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। ইতোমধ্যে এ জুটি পরিবারসহ বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। সেখানে পৌঁছেছেন অতিথিরাও।
সাওয়াই মাধোপুর জেলার অন্তত ৪৫টি হোটেলে ভিকি-ক্যাটরিনা বুকিং দিয়েছেন। যাতে সেখানে অতিথিরা থাকতে পারেন। প্রত্যেক অতিথির আলাদা কোড নাম দেওয়া হয়েছে। যাতে বাইরের মানুষ বুঝতে না পারে, কে কোথায় আছেন।
আরও পড়ুন: রাজধানীতে ৬০টি চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক উৎসব
অনুষ্ঠানে আসা অতিথিদের আয়োজন চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ভিকি-ক্যাট। বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুরা উপস্থিত থাকবেন।
তারা বিয়ে করবেন হিন্দু ও খ্রিস্টান রীতিনীতি মেনে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে এই দুই রীতি মেনে বিয়ে করতে দেখা গিয়েছিল।
পাশাপাশি অনুষ্ঠানে অতিথিদের সবাইকে কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেননি এমন কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.