ডিজিটাল নিরাপত্তা আইনে এবার মামলা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।
মামলাটি আদালত গ্রহণ করবে কিনা তা নির্ধারণের জন্য আগামী জানুয়ারি মাসের ৩ তারিখের দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মামলার আইনজীবী এডভোকেট শেখ আ. কাদের।
আরও পড়ুন: এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষিত
এদিকে, মামলার এজাহারে সংশ্লিষ্ট ফেসবুক পেজের এডমিন মোছাদ্দের আলী জায়গীরদারকে আসামি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, সম্প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়েও কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.