গত সপ্তাহে সিডনিতে টেইলর সুইফটের কনসার্টে অংশ নেয়া ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ওমিক্রনে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই অনুষ্ঠানকে করোনার সুপার স্প্রেডার ইভেন্ট হিসাবে চিহ্নিত করছে কর্তৃপক্ষ।
অংশ নেয়া ছয় শতাধিক ব্যক্তিকে দ্রুত শনাক্তে কাজ করছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। খোঁজ নেয়া হচ্ছে সংস্পর্শে আসা ব্যক্তিদের।
দ্রুত নমুনা পরীক্ষা, আইসোলেশন নিশ্চিত এবং করোনামুক্ত হওয়া পর্যন্ত কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে। সেইসাথে নির্দেশ অমান্যকারী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: করোনার থাবায় স্থগিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা
এদিকে, শুক্রবার দেশটিতে তিন হাজার ৮২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আগেরদিন আক্রান্ত হয় ৩ হাজার ৪শ' জন। এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ৪৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ১৩৪ জন।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.