করোনা মহামারিতে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন।
দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৫০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৩৬ জন। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে উঠলেন।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার ১ দশমিক ৩০ শতাংশ। অদ্যবধি এই হার ১৪ দশমিক ১ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা তাম্মির হাজিরা বাতিল চেয়ে আবেদন
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৪৫ জন।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৩ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৭ কোটি ৫০ লাখের বেশি রোগী।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.