প্রায় এক মাস আগে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্বামী নিক জোনাসের পদবি মুছে ফেলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই নিয়ে প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদের গুজবও ছড়িয়েছিল বেশ। পরে সেই গুঞ্জন উড়িয়ে দেন প্রিয়াঙ্কা-নিক দুজনেই। তবে এতোদিন পর পদবি মুছে ফেলার আসল কারণটি জানালেন সাবেক এ বিশ্বসুন্দরী।
বুধবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা।
'দ্য ম্যাট্রিক্স রেজারেকশন' এর এ অভিনেত্রী জানান, টুইটারের নামের সঙ্গে মিল রাখতে গিয়েই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্বামীর পদবি বাদ দেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া আরও জানান, নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক গুজব দেখে তিনি অবাক হয়েছেন।
আরও পড়ুন: সাফ অনুর্ধ্ব-১৯ শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা
এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে পরিচয়ের পরের বছরই গাঁটছড়া প্রিয়াঙ্কা। বিয়ের পর ইনস্টাগ্রাম ও টুইটারে প্রিয়াঙ্কা চোপড়া তার নামের সঙ্গে 'জোনাস' যুক্ত করেন।
এদিকে ম্যাট্রিক্স সিরিজের বহুল প্রতিক্ষিত সিনেমা 'দ্য ম্যাট্রিক্স রেজারেকশন' বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে আজ বুধবার। যেখানে গুরুত্বপূর্ণ সাতি চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুক্তির পর ২৪ ডিসেম্বর থেকে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও প্রদর্শিত হবে দ্য ম্যাট্রিক্স রেজারেকশন।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.