প্রেমিক রোহমান শোলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউড তারকা সুস্মিতা সেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিন বছরের সম্পর্ক শেষ করার ঘোষণা দেন সাবেক এই বিশ্বসুন্দরী।
বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। এবার সে খবরকেই খোলাসা করলেন এই বলিউড তারকা।
বয়সে ১৫ বছরের ছোট রোহমানের সাথে তিন বছরের সম্পর্ক শেষ করার বিষয়টি জানিয়ে দেয়া পোস্টে বাঙালি এই অভিনয়শিল্পী লিখেছেন, “বন্ধু হিসেবে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এখনও বন্ধুই আছি। প্রেমের সম্পর্ক অনেক আগেই ইতি ঘটেছে; ভালোবাসা আছে।”
৪৬ বছর বয়সী এ বলিউড তারকার প্রেমিক রোহমানের জন্ম ভারতের উত্তর প্রদেশে। তবে পেশায় মডেল ও অভিনেতা রোহমানের পৈতৃক নিবাস কাশ্মিরে।
আরও পড়ুন: ‘গেম চেঞ্জিং’ তালিকায় বাংলাদেশের বাঁধন
এর আগে ইনস্টাগ্রামে রোহমানের কাছ থেকে প্রথমে বার্তা পাওয়ার পর তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি সম্পর্কে এক সাক্ষাৎকারে জানান সুস্মিতা।
২০১৮ সালের শুরু থেকেই বিভিন্ন পারিবারিক ও সামাজিক আয়োজনে দু’জনকে একসঙ্গে দেখা গেছে। তাদের সঙ্গে সুস্মিতার দুই সন্তান আলিশ ও রেনেকেও দেখা গেছে।
১৯৯৪ সালে প্রথম ভারতীয় নারী হিসেবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বিজয়ী হন সুস্মিতা সেন।
একাত্তর/টিএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.