নতুন বছরে জোড়া উপহার নিয়ে আসছে, সামিয়া জামান প্রযোজিত ও শবনম ফেরদৌসী পরিচালিত ছবি ‘আজব কারখানা’। ৭ জানুয়ারি শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিলেকশনে 'নেটপ্যাক' অ্যাওয়ার্ডের জন্য লড়ছে ছবিটি।
সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরের সপ্তাহেই প্রদর্শিত হবে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমায়। ছবির প্রযোজক সামিয়া জামান ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এই আনন্দ ভাগ করেছেন একাত্তরের সঙ্গে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭-তম আসরে নেটপ্যাক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত আট ছবির একটি আজব কারখানা। এর মধ্য দিয়েই হচ্ছে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার।
বাংলা গানের সত্ত্বাকে আবিষ্কারে এক রকস্টারের পরিভ্রমণকে ঘিরে এই ফিচার ফিকশনকে বলা যায় পরিচালক শবনম ফেরদৌসী'র নিজস্ব নির্মাণ।
প্রযোজক বলছেন, লালনের কাছ থেকে ধার করা আজব কারখানা শব্দযুগলের এই সেলুলয়েড ভাষায় মিশে আছে দেশের মাটি আর দর্শন।
জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হচ্ছে ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। আরো আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, ক্রিস্টিয়ানো তন্ময়। ছবিতে কবি হেলাল হাফিজের চারটি কবিতাকে গানে রূপ দেয়া হয়েছে। সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.