সময়ের সঙ্গে মেয়েরা যে এগিয়ে যাচ্ছে এমন উদাহরণ প্রতিনিয়তই দেখছে বাংলাদেশ। ২০২১ সালের এসএসসি পরীক্ষায়ও এর ব্যতিক্রম হলো না। এবার ছেলেদের পেছনে ফেলে উত্তীর্ণদের শীর্ষ তালিকায় মেয়েরা।
২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় এবার সকল বোর্ডের এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন এবং মেয়ে ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন।
পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন এবং মেয়েদের সংখ্যা ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।
আরও পড়ুন: ৫৪৯৪ স্কুলে শতভাগ পাশ, ১৮ স্কুলের সবাই ফেল
এবার উত্তীর্ণের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের হার ৯৪.৫০ শতাংশ। অপরদিকে ছেলেদের পাশ করার হার ৯২.৬৯ শতাংশ।
অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার এক দশমিক ৮১ শতাংশ বেশি।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.