দুর্ঘটনা রোধে বরিশাল নদী বন্দরে ঢাকাগামী সব লঞ্চে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর।
এসময় লঞ্চের ইঞ্জিন ও যাত্রীদের নিরাপত্তা সামগ্রী ঠিকভাবে না পাওয়ায় তিনটি লঞ্চে জরিমানা এবং সাতটি লঞ্চ কতৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নৌ পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ আলী বরিশাল নদী বন্দরে এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: বেড়েছে মাংস ও চালের দাম, সবজির বাজার স্থিতিশীল
তিনি জানান, জেলা প্রশাসনের সহায়তায় ঢাকাগামী লঞ্চগুলোতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। অভিযানের সময় লঞ্চে মেয়াদ উর্ত্তীন অগ্নিনির্বাপন যন্ত্র পাওয়া, সঠিক নিয়মে বয়া না রাখা ও ইঞ্জিন রুমে যথাযথ নিরাপত্তা সামগ্রী না পাওয়ার অপরাধে এমভি সুন্দরবন ১১ লঞ্চকে ৪০ হাজার টাকা, পারাবাত-৭ লঞ্চকে ১৫ হাজার টাকা ও কুয়াকাটা-২ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
লঞ্চ দুর্ঘটনা রোধে এ অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে তিনি।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.