করোনা প্রতিরোধে বছরের প্রথম দিনে সারাদেশে আট লাখ ৭৮ হাজার ৭৯৪ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ৩৬ লাখ ৩৯ হাজার ১৫০ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন লাখ ৭১ হাজার ৯১০ জন।
গত বছরের ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৫৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার ৭৯৫ জনকে। আর আজ (শনিবার) দুই লাখ এক হাজার ৮১০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৬৬৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।
এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে সাত কোটি ৪১ লাখ ৬২২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন পাঁচ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন।
আরও পড়ুন: ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল জানুয়ারিতে
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.