বাগেরহাটে জোরেশোরে চলছে করোনার টিকাদান কার্যক্রম। জেলা সদর হাসপাতালসহ আটটি স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি বুথে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে। তবে টিকা কেন্দ্রগুলোতে আগের চেয়ে ভিড় অনেক কম লক্ষ্য করা গেছে।
বুধবার (৫ জানুয়ারি) সকালে সরেজমিন বিভিন্ন বুথতে গিয়ে টিকা গ্রহীতার সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বাগেরহাট জেলায় এ পর্যন্ত ৯ লাখ ৫৬ হাজার ২০৫ জনকে টিকার প্রথম ডোজ, ছয় লাখ ৬৫ হাজার ৯৫৪ জনকে দ্বিতীয় ডোজ এবং তিন হাজার ৮৫৪ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
এছাড়া ১২ থেকে ১৭ বছর বয়সের এক লাখ ১৬ হাজার ৫৭৪ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: নতুন বছরে পুরোনো চেহারায় করোনা
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ জানান, জেলায় ভ্যাকসিন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। জেলায় এপর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে শতকরা ৫৪ দশমিক ৮১ শতাংশ এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৮ দশমিক ১৮ শতাংশ।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.